বিআরটিএ’র সহায়ক প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক করে কোটি টাকা প্রতারণা

Passenger Voice    |    ০৪:২১ পিএম, ২০২৩-০৫-২২


বিআরটিএ’র সহায়ক প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক করে কোটি টাকা প্রতারণা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রযুক্তিগত সহায়তাকারী প্রতিষ্ঠান সিএনএস লিমিটেড বাংলাদেশের সার্ভার হ্যাক করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। হ্যাকার চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। চক্রটি গত এক মাসে কোটি টাকারও বেশি সরকারি অর্থ আত্মসাৎ করেছে।

সোমবার (২২ মে) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এসময় জানানো হয়, এই ঘটনায় অর্থ আত্মসাতের মূলহোতা কম্পিউটার প্রকৌশলী শাহরিয়ার ও তার অন্যতম সহযোগী আজিমসহ জড়িত ৬ জনকে রাজধানীর কাফরুল, মিরপুর ও গাজীপুর সদর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত বাকি চারজন হলেন- শিমুল ভূঁইয়া, রুবেল মাহমুদ, ফয়সাল আহাম্মদ ও আনিচুর রহমান।

গত ১০ মে সিএনএস লিমিটেড বাংলাদেশের  অভিযোগ প্রেক্ষিতে জানা যায়,  তাদের মাসিক লেনদেনের বিবরণীর সঙ্গে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের লেনদেন বিবরণী যাচাই-বাচাই শেষে বিআরটিএ-এর মোট ৩৮৯টি ট্রানজেকশনের প্রায় এক কোটি বিশ লক্ষ টাকার গড়মিল পরিলক্ষিত হয়। সিএনএস-এর ওয়েবসাইটে উক্ত ট্রানজেকশনের পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখালেও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে কোনো টাকা জমা হয়নি। এ প্রেক্ষিতে তারা র‌্যাব-৪ এ লিখিত অভিযোগ দায়ের করে।

এরই ধারাবাহিকতায় গত রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর, কাফরুল ও গাজীপুর সদর এলাকায় অভিযান পরিচালনা করে ওই ছয়জনকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত সিপিইউ, মোবাইল ফোন, সিমকার্ড, পেনড্রাইভ, বিভিন্ন ব্যাংকের চেক বই ও অন্যান্য সরঞ্জামাদিসহ নগদ ১ লাখ ৮৯ হাজার ৬৫৯ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ওয়েবসাইট হ্যাক করে প্রতারণামূলকভাবে বিআরটিএ-এর ১ কোটি ২০ লক্ষ টাকা আত্মসাৎ করার বিষয়ে তথ্য দিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত শাহরিয়ার বিভিন্ন আন-ইথিক্যাল হ্যাকিং ম্যাথড এপ্লাই করে অভিনব কায়দায় সিএনএস লিমিটেড বাংলাদেশের ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে হ্যাক করার মাধ্যমে মানি রিসিপ্ট প্রস্তুত করত। এভাবে তারা সাধারণ জনগণ থেকে বিভিন্ন গাড়ির মালিকানা পরিবর্তন, ফিটনেস, ট্যাক্স টোকেন, গাড়ির রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য আনুষঙ্গিক ফিসহ বিভিন্ন কাজে অর্থ সংগ্রহ করত এবং তাদেরকে অর্থ পরিশোধের মানি রিসিপ্ট প্রদান করত। যদিও কোনো টাকা সরকারি ফান্ডে জমা হত না।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত শাহরিয়ার এই প্রতারণা চক্রের মূল হোতা। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে পড়াশোন শেষ না করে রাজধানীর বিভিন্ন বেসরকারি আইটি প্রতিষ্ঠানে চাকরি করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র: বণিক বার্তা


প্যা/ভ/ম